সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ পূর্বপাড়া টিটন চন্দ্র দাসের বসতঘর থেকে দেশীয় তৈরি ৭০ লিটার চোলাই মদ...
আটক ব্যাক্তিদের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে শনিবার বেলা সাড়ে ১১টায় তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
সরাইল থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) বশির আহমেদের নেতৃত্বে একদল পুলিশ দেশীয় মদসহ তিনজনকে আটক করে।
আটক ব্যাক্তিরা হলেন- উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ পূর্বপাড়ার মৃত চিকন্ত চন্দ্র দাসের ছেলে টিটন চন্দ্র দাস(৪৫),ওয়ারিশ দাসের ছেলে
জয় কৃষ্ণ(৩৫), মৃত কমল কান্ত দাসের ছেলে প্রতুষ দাস(৩৫)।
উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ জানান,' সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্যারের পরামর্শে ও ওসি স্যারের সার্বিক তত্ত¡াবধানে
দীর্ঘদিন ধরে চোর- পুলিশ খেলার ছলে তাদেরকে আটক করা হয়েছে। কারণ তারা অত্যন্ত চতুর প্রকৃতির লোক। বিভিন্ন সোর্সের মাধ্যমে পুলিশ অভিযানের অগ্রীম খবর পেয়ে যায়। তাই তাদের কৌশলী জালের ফাঁদে ফেলে মদসহ ধরা হয়েছে।