হবিগঞ্জ চুনারুঘাটের শ্রীকুটায় ট্রাক্টর-ট্যাম্পুর সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। শুক্রবার (২৮) বিকেল সাড়ে ৩টায় চুনারুঘাট উপজেলার শ্রীকুটা বাজারের প...
হবিগঞ্জ চুনারুঘাটের শ্রীকুটায় ট্রাক্টর-ট্যাম্পুর সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।
শুক্রবার (২৮) বিকেল সাড়ে ৩টায় চুনারুঘাট উপজেলার শ্রীকুটা বাজারের পাশে
নিউ অনিক ব্রিকসের সামনে ইটবাহী ট্রাক্টর ও যাত্রীবাহী টেম্পোর সংঘর্ষে
টেম্পোতে থাকা ৮ জন যাত্রী আহত হন। আহতরা হলেন-চুনারুঘাট উপজেলার মিরাশী
গ্রামের হায়দার আলীর স্ত্রী আব্দুন্নেছা (৬০), ছেলে নাছির উদ্দিন (১৮),
কৃষ্ণপুর গ্রামের কাদের মিয়ার স্ত্রী নাসিমা আক্তার (৩০), ছিদ্দিক মিয়ার
ছেলে হিরন মিয়া (৩৫), চানপুর চা-বাগানের বীর সিংহের ছেলে নীল মোহন (৭২),
জুমেশের ছেলে সুজন (২১), বীম তাঁতীর ছেলে চন্দন (৭২) ও বালিয়াড়ি গ্রামের
মাহতাব উদ্দিনের ছেলে শাহজাহান মিয়া (২০)। স্থানীয়রা আহতদের চুনারুঘাট
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত ডাঃ প্রিতম জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা
প্রদান করা হয়েছে।