Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইলে শকুন উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিলুপ্ত প্রায় হিমালয়ান গ্রিফন (শকুন) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শকুনটি হবিগঞ্জ জেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে...

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিলুপ্ত প্রায় হিমালয়ান গ্রিফন (শকুন) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শকুনটি হবিগঞ্জ জেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হয়, হিমালয়ান গ্রিফন এই বিশাল আকৃতির শকুনটি প্রচন্ড ঠান্ডাজনিত কারণে উষ্ণ আবহাওয়া সন্ধানে বাংলাদেশে ছুটে আসে। গত ৩০ জানুয়ারী বিকালে অসুস্থতার দরুন উড়তে না পারায় উপজেলার সূর্যকান্দি গ্রামের ফসলী জমিতে নামলে এলাকার কিছু শিশুরা এটিকে নিয়ে খেলার উদ্দেশ্যে ঢিল মারতে থাকে ও ধাওয়া করলে শকুনটি পার্শ্ববর্তী এলাকায় ঢুকে পড়ে। বিশাল এই শকুনটি দেখে স্থানীয়রা আতঙ্কিত হলে, এলাকার যুবক শেখ মোঃ মুবাশ্বির ও তার এক ছোট ভাই শেখ মোঃ রাফিকে নিয়ে শকুনটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। উদ্ধারের সময় শকুনটি মুবাশ্বিরের হাতে আঘাত করে। তবুও বিলুপ্ত প্রায় এই শকুনটিকে সংরক্ষণ ও সুস্থ করে তোলার জন্য বন বিভাগে যোগাযোগ করেন। তারপর তাদের নির্দেশ মতে দুই দিন লালান পালন করা হয়।

গত মঙ্গলবার বিকালে শকুনটি হবিগঞ্জ জেলা বন বিভাগের কর্তৃপক্ষ এসে নিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন, বন বিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চেীধুরী, ফরেস্টার তাপষ ভর, টিপলু দেব ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ প্রমূখ।