Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সুহিলপুরে মাদক মুক্ত ও বাল্য বিবাহ প্রতিরোধ করতে বিট পুলিশিং সভা

এহসানুল হক রিপন    ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুহিলপুর কলামুড়ি ২ ওয়ার্ডে বিট পুলিশিং শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে । স...

এহসানুল হক রিপন   ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুহিলপুর কলামুড়ি ওয়ার্ডে বিট পুলিশিং শুক্রবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে সুহিলপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার কামরুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অথিতির বক্তব্য রাখেন রাহিম উদ্দিন সরদার বিশেষ অথিতি সাংবাদিক এহসানুল হক রিপন, হাজ্বী জিল্লুর রহমান, মিটু দত্ত, আবুল বাসার জেলা যুবলীগের কার্যকারী সদস্য সেলিম মিয়া , আব্দুল ছালাম যুগ্ম আহবায়ক সুহিলপুর ইউনিয়ন যুবলীগ, অন্যদের মাঝে বক্তব্য রাখেন সুহিলপুর বিট পুলিশিং - এসআই সাইদুল আলম অলপত আলী ফকির, জুয়েল মোল্লা, ইরা মিয়া, আলী হামজা, অনুষ্ঠান পরিচালনা করেন মিটু দত্ত ,
বক্তারা বলেন সুহিলপুর ইউনিয়ন থেকে মাদক, বাল্য বিবাহ, বন্ধ করতে হবে ইউনিয়ন কে একটি আধুনিক ইউনিয়ন গড়তে সবার প্রতি আহবান করেন