সরাইল প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৪টি কলেজের মধ্যে এবার এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশের রেকর্ড গড়লো সরাইল মহিলা কলেজ। রোববার সং...
সরাইল প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ৪টি কলেজের মধ্যে এবার এইচএসসি পরীক্ষায় শতভাগ পাশের রেকর্ড গড়লো সরাইল মহিলা কলেজ। রোববার সংশ্লিষ্ট সূত্র আজকের পত্রিকাকে এ তথ্য জানায়।
সূত্র জানায়, উপজেলার আব্দুস সাত্তার ডিগ্রি কলেজে পাশের হার ৯৮.৩৯ এবং জিপিএ পেয়েছেন ৫জন। সরাইল সরকারি কলেজে পাসের হার ৯৮.৯৫, তিতাস কলেজে পাসের হার ৯৮.৯৫ আর নব প্রতিষ্ঠিত সরাইল মহিলা কলেজে পাসের হার শতভাগ।
উল্লেখ্য, এবার সরাইল মহিলা কলেজ থেকে ৩৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবক’জন পাশ করে।
সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন বলেন,এ ফলাফলের জন্য মহান আল্লাহর কাছে গভীর শুকরিয়া আদায় করছি। সেই সাথে আগামী বছর গুলোতেও যেন সাফল্যেও এ ধারা অব্যাহত থাকে সে লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ।