Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইল সাবেক সাংসদ সড়ক দুর্ঘটনার কবলে

সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ - বাড়িউরা সড়কের আঁখিতারা এলাকায় সরাইল আশুগঞ্জ -২ আসনের সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃ...


সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ - বাড়িউরা সড়কের আঁখিতারা এলাকায় সরাইল আশুগঞ্জ -২ আসনের সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িতে উনার ছোট ভাই সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামালও ছিলেন। 
বুধবার দুপুরের দিকে সরাইল থেকে সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা আঁখিতারার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে বহন করা গাড়িটি পিছলে খাদে পড়ে যায়। 
পরে পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়দের সহায়তায় তাদেরকে উদ্ধার করা হয়। তারা দুজনেই সামান্য আহত হয়েছেন। 
স্থানীয়রা জানায়, পাশের একটি সরকারি খালে মাটি ফেলে ভরাট করা হচ্ছে। গতরাতে বৃষ্টি হওয়ার পরে রাস্তাটি পিচ্ছিল হয়ে যায়।  এইজন্যই গাড়িটি পিছলে খাদে পড়ে যায়। 
সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল বলেন, এইভাবে প্রতিনিয়ত খাল ভরাট করতে থাকলে একটা কিছুই অবশিষ্ট থাকবেনা। 
এইবিষয়ে সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা বলেন, প্রশাসনের কাছে আমি আহবান জানাই অবৈধভাবে মাটি দিয়ে খাল ভরাট করা বন্ধ করার  ব্যবস্থা নিতে।