সরাইল প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক মামলার আসামী মাদক ব্যবসায়ি সিরাজকে ( ৪৫ ) গ্রেপ্তার ক...
সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক মামলার আসামী মাদক ব্যবসায়ি সিরাজকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। সিরাজ উপজেলা সদরের পশ্চিম কুট্রাপাড়া গ্রামের বাসিন্ধা।
গতকাল রোববার সিরাজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের কুট্রাপাড়া এলাকায় অভিযান চালায় সরাইল থানা পুলিশ। এ সময় ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সিরাজকে গ্রেপ্তার করে পুলিশ। সিরাজ ওই এলাকার আলতাফ মিয়ার ছেলে।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, সিরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এর আগেও সরাইল থানায় তার বিরুদ্ধে মাদকের ৭ টি মামলা রয়েছে। মাদক ব্যবসায়ি ও সেবনকারী কাউকেই আমরা ছাড় দেব না।