সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ ও নোয়াগাঁও মৈশান বাড়ি এলাকায় গতরাতে আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে ...
স্থানীয়রা জানায়, বুধবার রাতে আনুমানিক ২ টা থেকে ৩ টার দিকে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। তারা এই সময় ঘুমিয়ে ছিল কাউকে আগুন দিতে দেখেনি। হঠাৎ পুড়া গন্ধ নাকে আসলে ঘর থেকে বেড়িয়ে দেখে খড়ের স্তুপে আগুন জলছে। অনেক গুলো খড়ের স্তুপ একেবারে পুড়ে ছাই হয়ে যায়, তারা চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হয়। কালিকচ্ছ মনিরবাগ এলাকার রইছ মিয়ার একটি ঘরেও আগুন দেয়া হয়। আগুন কোন ভাবেই নিভাতে না পেরে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেয়। পরে সকালে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা এই নিয়ে আতংকে রয়েছেন। তারা বলছেন আজ খড়ের স্তুপে আগুন দিয়েছে কাল ঘরে আগুন দিতে পারে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল বলেন, আমি বিষয়টি এইমাত্র জানতে পারলাম। আমি ওসি সাহেবের সাথে কথা বলে বিষয়টি তদন্ত করে নাশকতা কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।