ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ'র ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুস সামাদ'র ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির আলী'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু। বিশেষ অতিথি ছিলেন জেলাপরিষদ সদস্য পায়েল হোসেন মৃধা, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান প্রমুখ।
এসময় দোয়া পরিচালনা করেন কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদ্দাম হোসেন। পরে উনুষ্টান শেষে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।