এহসানুল হক রিপন। পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানু...
এহসানুল হক রিপন। পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ ব্রাহ্মণবাড়িয়ায় এক হাজার ২৬০ জনের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণ পৈরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেসার্স আলী মিয়া ডিলার কার্ডধারীদের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করেন এছাড়া ও সদরের নাটাই দক্ষিণ ও রামরাইল ইউনিয়নে টিসিবির পন্য বিতরণ করা হয় ।
এসব পণ্যের মধ্যে ছিল দুই কেজি করে তেল, ডাল ও চিনি যার মূল্য ধরা হয়েছে ৪৬০ টাকা। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কিশোর কুমার দাস ও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কিশোর কুমার দাস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী জেলার মোট ৮৪ হাজার ৩৪৭টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।
এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধির সহায়তায় যে ট্রেকটিম গঠন করা হয়েছে সেই ট্রেকটিমের মাধ্যমেই এই কার্যক্রম চলমান আছে। জেলার মোট ৯টি উপজেলার ৫টি পৌরসভায় মোট ৮৪ হাজার ৩৪৭ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিতরণ করা হবে।