ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইকবাল মিয়া(৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ মার্চ) সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়ন...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইকবাল মিয়া(৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ মার্চ) সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। মৃত ইকবাল মিয়া একই এলাকার মৃত আব্দুর রউফ মিয়ার তৃতীয় পুত্র। পারিবারিকভাবে তিনি ১ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন।
স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, পশ্চিমপাড়া এলাকার পৈত্রিক জায়গায় নির্মানাধীন বাঊন্ডারীর দেওয়ালে বৈদ্যুতিক মোটরে পানি দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয় ইবাল মিয়া। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
আজ বাদ যোহর পশ্চিমপাড়া মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।