---- সৈয়দ শাহ্উদ্দীন মকবুল----- চেয়েছিলাম যোগ্য নেতার অধীনে স্বাধীনতা, ভেবেছিলাম আর নয়, অন্য কারোর বশ্যতা। হয়তো পেয়ে গেছি, স্বপ্নের ...
---- সৈয়দ শাহ্উদ্দীন মকবুল-----
চেয়েছিলাম যোগ্য নেতার অধীনে স্বাধীনতা,
ভেবেছিলাম আর নয়, অন্য কারোর বশ্যতা।
হয়তো পেয়ে গেছি, স্বপ্নের সেই স্বাধীনতা,
স্বাধীন দেশের অখন্ড স্বাধীনতা।
স্বাধীন হয়েছে দেশ, প্রায় নয়মাস রক্তক্ষয়ী রণে,
স্বাধীনতা পেয়ে গেছি, এ রকম বিশ্বাসও ছিল মনে।
স্বজন হারানোর ক্ষত, এখনো শোকায়নি,
তাঁদের প্রতি সমবেদনা, এখনো মুছে যায়নি।
যেখানটায় অনুপস্থিত আমার কাজের স্বাধীনতা,
সেখানটায় নেই আমার নিজের স্বকীয়তা।
যুদ্ধের তরবারী যদি শাণিত না হয়,
সে যুদ্ধে হবো পরাজিত, নিশ্চয়।
মুক্তিযুদ্ধে, যদিও হয়েছি মোরা মুক্ত,
মুক্তকে স্বাধীনতা বলেনা, স্বাধীনতা এখনো হয়নি যুক্ত।
রক্তধারায় টগবগ করেছিল স্বাধীনতার প্রতি,
পেয়েছিলামও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মহান স্থপতি।
মানবরূপী দানব ধেয়ে আসে, এখনো সদা জাগ্রত,
কাজ-কর্মে মোদের করে প্রতিনিয়ত বিব্রত,
অসৎ কর্মে পারিনা দিতে তাঁদের কোনো বাঁধা,
এ কেমন অধীন মেনে স্বাধীনতা?
জীবন থেমে যায়, থামে না যুদ্ধ,
এখনো মোরা পরাধীন, কারোর কাছে অবরুদ্ধ।
কেউ বা কারোর দ্বারা বাকরুদ্ধ,
কেউ যেনো করতে আসছে শ্বাসরুদ্ধ।
এভাবেই দিন কেটে যায়, তারপর মাস-বছর,
সুনীতির কথা বলে, তাঁরা বসিয়েছে সখের আসর।
প্রতিবাদ নেই, এখানে মোদের রয়ে গেছে দুর্বলতা,
বেছে নিয়েছি মোরা, স্বপ্ন ভাঙার অধীনতা।।