ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৪টি অটো রাইসমিলকে (ডায়ার) দেড় ল...
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় ৪টি অটো রাইসমিলকে (ডায়ার) দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন রাইসমিলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল হক। এসময় আশুগঞ্জ থানা পুলিশ, পাট পরিদর্শক ও পাট অধিদপ্তরের কর্মকর্তারা, মোবাইল কোর্টকে সহায়তা করেন।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল হক বলেন, পরিবেশ সুরক্ষায় পাটের ব্যাগের বিকল্প নাই। তাই সরকার পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করেছে। কিন্তু আশুগঞ্জের বিভিন্ন রাইসমিলে অভিযান চালিয়ে দেখা যায় তারা পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে।
ফলে 'পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০' এর ৪ ধারা লঙ্ঘন করায় উক্ত আইনের ১৪ ধারা অনুযায়ী একতা এগ্রো ফুড, খান এগ্রো ফুড, এস আলম এগ্রো ফুড ও নূরজাহান এগ্রো ফুড এই ৪ টি অটো রাইসমিলকে(ডায়ার) পৃথক মামলায় মোট দেড় লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।