ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক ‘সন্ত্রাসীর’ বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। মঙ্গলবার (৫ এপ...
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক ‘সন্ত্রাসীর’ বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলা সৈয়দাবাদ এলাকায় সড়ক অবরোধ করে তারা। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানযটের সৃষ্ট হয়।
এর আগে একই স্থানে মহাসড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, সৈয়দাবাদ গ্রামের মৃত শহীদুল হক খানের ছেলে এনামুল হক খান। গ্রামে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে অত্যাচার করে আসছে। এরই জেরে গত ৩০ মার্চ স্থানীয় বাজারে পাইপগান ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দলবল নিয়ে মৃত আব্দুর রউফ ভূঞার ছেলেদের হার্ডওয়্যার দোকানে ঢুকে চাঁদা দাবি করেন এনামুল হক খান। এসময় তাদের চাঁদা প্রদানে অস্বীকার করলে হামলা চালিয়ে রক্তাক্ত করা হয় আব্দুর রউফ ভূঞার ছেলে নোমান ভূঞাকে। লোকজন দোকানের আশপাশে জমায়েত হলে তারা পালিয়ে যায়। এতবড় ঘটনার পর উল্টো নোমান ভূঞা সহ তার ভাইদের মামলায় ফাঁসিয়ে দেন এনামুল। এই ঘটনার প্রতিবাদে ‘শান্তি প্রিয় জনগন’-এর ব্যানারে গ্রামবাসী মানববন্ধন ও সড়ক অবরোধ করে।
মানববন্ধনে হামলার শিকার নোমান ভূইয়া, আবু হানিফ ভূইয়া, হারুনুর রশিদ, মো. এরশাদ,নজরুল ইসলাম, শফিকুল ইসলাম, মোহাম্মদ মহিবউল্লাহ্ অংশগ্রহণ করেন।