জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । এ উপলক্ষে সোমবার (১৮ এপ...
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে সোমবার (১৮ এপ্রিল)বিকেলে আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস,সাংবাদিক আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক,আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান, আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন পাল,আতাউর রহমান কবির,রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়েরপ্রধান শিক্ষক রেজাউল আজাদ,সুজনের সভাপতি মিজানুর রহমান।
সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান রঞ্জনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন
সাংবাদিক জহির সিকদার, সাংবাদিক এহসানুল হক রিপন,সাংবাদিক গোলাম সারোয়ার,
সাংবাদিক বাবুল সিকদার, সাংবাদিক নিতাই চন্দ্র ভৌমিক,সাংবাদিক আনোয়ার হোসেন,সাংবাদিক ইসহাক সুমন,সাংবাদিক ফকির হাকিম, জেলা ছাত্রলীগের সদস্য সাদ্দাম হোসেন ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু।
সবশেষে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে রান্নাকৃত খাবার বিতরণ করা হয়।