ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(২২ এপ্রিল) বাদ আছর সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার(২২ এপ্রিল) বাদ আছর সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সরাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল। সাবেক এমপি ও প্রেসক্লাবের আজীবন সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও প্রেসক্লাবের আজীবন সদস্য মোঃ রফিক উদ্দিন ঠাকুর, প্রেসক্লাবের আজীবন সদস্য মো, কামরুজ্জামান আনসারি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল, সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেনসহ প্রেসক্লাবের আজীবন সদস্যবৃন্দ, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ, বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় বক্তিবর্গ উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা মশিউর রহমান।