Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

ইয়াবা ব্যবসায়ী ধরতে ছদ্মবেশে র‍্যাবের অভিযান

সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইয়াবা ব্যবসায়ীদের ধরতে ছদ্মবেশে অভিযান চালিয়েছে র‍্যাব। সোমবার সন্ধ্যায় উপজেলার অরু...

সরাইল( ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইয়াবা ব্যবসায়ীদের ধরতে ছদ্মবেশে অভিযান চালিয়েছে র‍্যাব।

সোমবার সন্ধ্যায় উপজেলার অরুয়াইল দক্ষিণ বাজার সংলগ্ন পরিত্যক্ত বিএডিসি মাঠে অভিযান চালান তাঁরা।

অভিযানকালে র‍্যাবের সদস্যরা ক্রেতা সেজে স্থানীয়  ইয়াবা ব্যবসায়ীকে ফোন দিলে সে ইয়াবা নিয়ে বিএডিসি মাঠে আসলে ব্যার সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন। এসময় অন্য আরেকজন ইয়াবা ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃত ইয়াবা ব্যবসায়ীর নাম আইনুল হক(৩৯)।সে সরাইল উপজেলার পাকশিমুল গ্রামের নুরইসলামের ছেলে।

র‍্যাব সদস্য মনসুর আলী বলেন,ক্রেতা সেজে আইনুল হকের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ করছি। তাঁর বিশ্বাস অর্জনের জন্য গত কয়েকদিন আগে সরাসরি এসে তার সাথে দেখাও করে গেলাম। আজ ইয়াবা কেনার কথা বলে কৌশলে ইয়াবা টেবলেটসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হলো। 

 র‍্যাব (র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন)-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর মো.শাহরিয়ার মাহমুদ খান বলেন,গ্রেপ্তারকৃত ব্যাক্তিকে নিয়ে আমরা আরও অপারেশন পরিচালনা  করবো। তাই অপারেশনের স্বার্থে এখন কোন তথ্য দেওয়া যাবে না। পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সব জানানো হয়।