সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার(২৭ এপ্রিল) কালি...
সরাইল প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজার কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার(২৭ এপ্রিল) কালিকচ্ছ বাজার কমিটির উদ্যোগে ভাই ভাই সুপার মার্কেটের মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ এডঃ জিয়াউল হক মৃধা। কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান ছায়েদ হোসেন, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ। বাজার কমিটির সভাপতি শানু মিয়া, সাধারণ সম্পাদক জহিরুল হক। জাতীয় পার্টির কালিকচ্ছ ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুল ফাতাহ মোঃ মাসুক। সরাইল প্রেসক্লাবের সহসভাপতি জুলকার নাইন, দপ্তর সম্পাদক মাসুদ মিয়া। সমাজ সেবক ও সরাইল প্রেসক্লাবের আজীবন সদস্য ফয়সাল আহমেদ মৃধা দুলাল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সাব্বির মুন্সী, ব্যবসায়ী জাকির হোসেন সহ নোয়াগাঁও এবং কালিকচ্ছ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
বাজার কমিটির সভাপতি শানু মিয়া বলেন, আমরা চেষ্টা করেছি বাজারের সকল ব্যাবসায়ী ও কর্মীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে। সামনের দিকেও এই ধারা বজায় রাখতে চেষ্টা করবো। তিনি আরও বলেন কালিকচ্ছ বাজার কে আধুনিক বাজারে রুপান্তর করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।