Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইলের চুন্টায় ঈদ উপহার পেলেন ৬শ জন হতদরিদ্র মানুষ

সরাইল(ব্রাহ্মণবাড়িয়ার )প্রতিনিধ।।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টায় এমিটি ভোকেশনাল ট্রেইনিং সেন্টার ও জে সিনারজি পিটিই লিমিটেডের উদ্যোগে ...

সরাইল(ব্রাহ্মণবাড়িয়ার )প্রতিনিধ।।ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টায় এমিটি ভোকেশনাল ট্রেইনিং সেন্টার ও জে সিনারজি পিটিই লিমিটেডের উদ্যোগে ৬শ জন হতদরিদ্র নারী-পুরুষকে ঈদ উপহার দেওয়া হয়েছে। 

আজ বুধবার বিকালে উপজেলার চুন্টায় এমিটি ট্রেইনিং সেন্টারের ব্যবস্থাপক প্রকৌশলী মেজবাহ উদ্দিনের বাড়িতে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।

এমিটি ভোকেশনাল ট্রেইনিং সেন্টার সূত্রে জানা গেছে, প্রতিবছর ঈদ উপলক্ষে অসহায় মানুষের মধ্যে  এমিটি ভোকেশনাল ট্রেইনিং সেন্টারের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়। এবারও উপজেলার চুন্টা ইউনিয়নসহ পাশ্ববর্তী কয়েকটি ইউনিয়নের ৬শ জন অসহায় গরিব মানুষের মধ্যে লুঙ্গি,শাড়ি,থ্রি পিস,নগদ টাকা ও ইফতারী দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির,আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান এমএ রহিম,দৈনিক আজকের পত্রিকার সরাইল প্রতিনিধি এম মনসুর আলীসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।

এমিটি ভোকেশনাল ট্রেইনিং সেন্টারের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বলেন, ‘চারপাশের অসহায় মানুষের সহযোগিতার জন্য আমরা কাজ করি। ঈদ উৎসবে এ সব মানুষের পাশে দাঁড়াতে এবং আনন্দ ভাগাভাগি করতে, গত ৬ বছর ধরে এই আয়োজন করছি। ভবিষ্যতেও আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।’