কীভাবেই বা পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় উৎসবে পরিণত হলো? এখানে কৃষির ভূমিকাই বা কী? সেই ইতিহাস আমরা আজকে জানবো। মুঘল ...
কীভাবেই বা পহেলা বৈশাখ ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালির সবচেয়ে বড় উৎসবে পরিণত হলো? এখানে কৃষির ভূমিকাই বা কী? সেই ইতিহাস আমরা আজকে জানবো।
মুঘল আমলে কৃষকদের থেকে হিজরি সন অনুযায়ী খাজনা আদায় করা হতো। চাঁদ নির্ভর হিজরি সনের হিসাব কৃষি ফলনের সাথে না মিললেও অসময়েই কৃষকদেরকে
খাজনা দিতে বাধ্য করা হতো। সুষ্ঠুভাবে খাজনা আদায় করতে মুঘল সম্রাট আকবর সৌর সন এবং হিজরি সনের ভিত্তিতে বাংলা সন প্রবর্তন করেন। প্রথমে এই সনের নাম ছিল ফসলি সন, যা পরে বঙ্গাব্দ বা বাংলা বর্ষ নামে পরিচিতি পায়। প্রজারা বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা, মাশুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকত।
পরদিন- পহেলা বৈশাখে জমির মালিকরা নিজ নিজ অঞ্চলের বাসিন্দাদের মিষ্টান্ন দ্বারা আপ্যায়ন করতেন। এ উপলক্ষ্যে আয়োজিত হতো বিভিন্ন উৎসব, যা একসময় একটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয় এবং আরও পরিবর্তিত হয়ে বর্তমানে এই পর্যায়ে এসে দাঁড়ায়। কৃষির প্রয়োজনে এভাবেই এলো বাংলা সন এবং বাঙালি পেল প্রাণের উৎসব পহেলা বৈশাখ।
সৌজন্যে সৈয়দ শাহ্উদ্দীন মকবুল,
প্রশাসনিক কর্মকর্তা,
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।