এহসানুল হক রিপন, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু আব্দুল্লাহর মরহুম পিতা সিরাজুল ইসলামের রুহের ...
এহসানুল হক রিপন, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু আব্দুল্লাহর মরহুম পিতা সিরাজুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২৪ এপ্রিল সন্ধ্যায় আশুগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে মিলাদ দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, আখতারুজ্জামান রঞ্জন, সিনিয়র সহ-সভাপতি আবু আব্দুল্লাহ, সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির, সাদিকুল ইসলাম সাচ্চু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্মসাধারণ সম্পাদক ইসহাক সুমন, অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, সদস্য মোঃ আনোয়ার হোসেন, জহির সিকদার, এহসানুল হক রিপন, প্রমুহ। বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও ইব্রাহিম পুর জামে মসজিদের ইমাম মুহাম্মদ মিজানুর রহমান।