Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইলে মায়া পেল হুইলচেয়ার

সরাইল ॥ সরাইলের এক প্রতিবন্ধী মায়া। মেয়েটি দীর্ঘদিন ধরে অর্থাভাবে একটি হুইলচেয়ার ক্রয় করতে পারছিল না। অনেক কষ্টে যেত মায়ার দিন। মায়ার কষ্ট অ...

সরাইল ॥ সরাইলের এক প্রতিবন্ধী মায়া। মেয়েটি দীর্ঘদিন ধরে অর্থাভাবে একটি হুইলচেয়ার ক্রয় করতে পারছিল না। অনেক কষ্টে যেত মায়ার দিন। মায়ার কষ্ট অনুভব করে পাশে দাঁড়ানোর চেষ্টা করলেন নাম প্রকাশ না করার শর্তে জনৈক মহিলা। মাধ্যম হয়ে কাজ করলেন সমাজকর্মী আলম শিবলু ও মোবাশ্বিরা বেগম। তাদের চেষ্টায় ব্যবস্থা হল হুইলচেয়ারের। 

আজ শুক্রবার আনুষ্ঠানিক ভাবে প্রতিবন্ধী মায়াকে প্রদান করা হলো হুইল চেয়ারটি। এ সময় উপস্থিত ছিলেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, সাহিত্য সম্পাদক ও বন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা জহিরূল ইসলাম রিপন, পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সাবেক অভিভাবক প্রতিনিধি অহিদুজ্জামান লস্কর অপু, সংবাদ কর্মী আব্দুল মুমিন, সমাজকর্মী কামাল উদ্দিন সজল ও মোবাশ্বিরা বেগম।