ব্রাহ্মণবাড়িয়া সদর তপন দেব নামে এক হিন্দু ব্যক্তি কে হুমকি ও মারধরের অভিযোগে মোবারক নামে এক ব্যক্তিকে আটক করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল ...
ব্রাহ্মণবাড়িয়া সদর তপন দেব নামে এক হিন্দু ব্যক্তি কে হুমকি ও মারধরের অভিযোগে মোবারক নামে এক ব্যক্তিকে আটক করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায় তপন চন্দ্র দেব আসামী মোবারকের কাছ থেকে ছয় মাস মেয়াদী সুদে ৩০০০০/টাকা নেয় এবং লাভের কিছু টাকা বাদী পরিশোধ করে দেয় এবং বাকী টাকা দেওয়ার জন্য বিবাদী মোবারক মিয়া চাপ দেয়। এরই ধারাবাহিকতায় গত ২২/০৪/২০২২ তারিখে বাদী আসামীর দোকানের সামনে দিয়া যাওয়ার সময় আসামী বাদী তপন চন্দ্র দেব কে টানাহেঁচড়া ও মারধর করে বাদীর পকেটে থাকা ব্যবসায়ের টাকা নগদ ৯০০০০/ টাকা নিয়ে যায় ও বাদীকে প্রাণে মারার হুমকি দেয়।
বাদী এ বিষয় ২২/০৪/২২ তারিখে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দেন।অভিযোগের বিষয়ে সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রশীদ ভুইয়া বলেন বিষয়টি আমরা শুনেছি, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
অভিযুক্ত মোবারক হোসেন বলেন, আমি তপনকে টাকা ধার দিয়েছিলাম টাকা ফেরত না দেওয়াতে একটু কথা কাটাকাটি হয়েছে মারধর ও টাকা নেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। এদিকে ০১/০৫/২০২২তারিখে মোবারক কে সদর মডেল থানা পুলিশ আটক করেছে।মোবারক কে আটকের বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন অভিযোগের ভিত্তিতে মোবারক কে আটক করা হয়েছে যদি উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসা না হয় তাহলে আইন অনুযায়ী চালান দেওয়া হইবে।