এহসানুল হক রিপন জেলা প্রতিনিধি। বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ এর কার্যালয়কে মাদকমুক্ত রাখার উদ্যোগকে স্বাগত জানি...
এহসানুল হক রিপন জেলা প্রতিনিধি। বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ এর কার্যালয়কে মাদকমুক্ত রাখার উদ্যোগকে স্বাগত জানিয়েছে উপজেলার সচেতন মহল।
তিনি তার অফিস কক্ষে প্রবেশের মুখে "ধুমপান বা কোন প্রকার মাদক সেবন করে রুমের ভিতর প্রবেশ সম্পূর্ণ নিষেধ" আদেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার বিজয়নগর,ব্রাহ্মণবাড়িয়া লেখা সম্বলিত দরজার দুই পাশে দুইটি নোর্টিশ টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের সেবাগ্রহীতার হরষপুর থেকে আগত রেদওয়ানুল বারী সিরাজী জানান, একজন প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তির এমন পদক্ষেপ কিছুটা হলেও মাদক নিমূলে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। আশা করব এই সিদ্ধান্ত সব অফিস ফলো করবে।
মাদকবিরোধী সংগঠন "দূর্বার" এর বিজয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকদ্রব্য সেবন ও ব্যবসার সাথে জরিত সবাই সমাজের শত্রু তাদেরকে সামাজিক ভাবে বয়কট করার মাধ্যমে সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহামেদ জানান, মাদক সেবনকারীরা আমার রুমে প্রবেশধিকার সম্পূর্ণ নিষেধ। আমি চাই এই ঘোষণার মাধ্যমে যারা উপজেলা প্রশাসনের সেবা গ্রহনের প্রয়োজন রয়েছে বলে মনে করে তারা যেন মাদকদ্রব্য সেবন পরিহার করে সুস্থ-স্বাভাবিক জীবন যাপন করতে উৎসাহিত হয়।সুস্থ-স্বাভাবিক মানুষের উপজেলা প্রশাসনের যে কোন সেবার জন্য উপজেলা প্রশাসেনর দরজা উম্মুক্ত রয়েছে।