সরাইল, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশি হেফাজতে ব্যবসায়ী নজির আহমেদ সাফু হত্যার প্রতিবাদে মানবন্ধন করা হয়েছে। সোমবার (৩০মে)সকালে উপজেলা কেন...
সরাইল, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশি হেফাজতে ব্যবসায়ী নজির আহমেদ সাফু হত্যার প্রতিবাদে মানবন্ধন করা হয়েছে।
সোমবার (৩০মে)সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষুব্ধ এলাকাবাসীর ব্যনারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, সাফু'র বড় ভাই জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ তফসির, জাফর আহমেদ । এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচীতে নিহত নজির আহমেদ সাফু'র ভাই জাফর আহমেদ বলেন, পুলিশ জনগনের বন্ধু কিন্তু তারা যদি সাধারণ মানুষ কে হত্যা করে তাইলে আমরা কোথায় যাবো? পুলিশ আমার ভাইয়ের হত্যায় জড়িত। তারা তড়িঘড়ি করে কেন আমার ভাই কে হাসপাতালে নিয়ে গিয়েছিল ? তিনি তার ভাই হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।