সরাইল। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে এ বছর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো.মোখলেছুর রহমান। তিনি সরাইল হাওরা...
সরাইল। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে এ বছর ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো.মোখলেছুর রহমান।
তিনি সরাইল হাওরাঞ্চলের আলোর শিখা নামে পরিচিত আবদুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ। এর আগেও তিনি এ উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ হয়েছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক ফারহানা নাসরিনও সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একই কমিটির সদস্য সচিব খালেদ জামিল খান স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩ নভেম্বর তিনি অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের অধ্যক্ষ হন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খালেদ জামিল খান বলেন, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে তাঁর নাম পাঠানো হবে।
অধ্যক্ষ মো.মোখলেছুর রহমান জানান, পরপর দুবার উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তাঁর খুব ভালো লাগছে। শিক্ষার্থী ও কলেজের প্রতি তাঁর দায়িত্ব ও কর্তব্য আরও কয়েক গুণ বেড়ে গেছে।