জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ আশুগঞ্জে রিভারভিউ স্ট্যান্ডার্ড স্কুলের মেধা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপ...
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ আশুগঞ্জে রিভারভিউ স্ট্যান্ডার্ড স্কুলের মেধা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে স্থানীয় মুন্সী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম।
আশুগঞ্জে রিভারভিউ স্ট্যান্ডার্ড স্কুলের অধ্যক্ষ জেসমিন আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোবারক হোসেন, শামসুল আলম, হাসান ইমরান,আবদুল্লাহ আল মতিন, সামসুল হক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আজাদ।
উল্লেখ্য যে, উক্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ২০২০ ও ২০২২ সালে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে ১৬০ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ছাড়াও দুজন অতিথি কে সম্মাননা স্মারক প্রদান করা হয় ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্কুলের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার ফারুক।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা, অভিবাবক বৃন্দ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।