Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

কালিকচ্ছ বাজারে ইলেকট্রনিক্স শোরুম উদ্বোধন

 সরাইল।।   সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে সকল প্রকার ইলেকট্রনিকস পন্যের শো রুম শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (১৮ জুন)  ( শনিবার)কালিকচ্ছ বাজারে ড...

 সরাইল।।   সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে সকল প্রকার ইলেকট্রনিকস পন্যের শো রুম শুভ উদ্বোধন করা হয়েছে। আজ (১৮ জুন)  ( শনিবার)কালিকচ্ছ বাজারে ডাচবাংলা এজেন্ট ব্যাংকের দু'তলায় সিরাজ এন্টারপ্রাইজ এ শো রুমের উদ্ভোধন  করেন।

উক্ত উদ্ভোধন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, কালিকচ্ছ বাজার ঈদগাহ মাঠের খতিব মোঃ বশিরউল্লাহ,কালিকচ্ছ বাজার জামে মসজিদের ঈমাম মোঃ ইউসুফ আকরাম, সমাজ সেবক মোঃ মজনু মৃধা, আজমল হোসেন ছোটন,মোঃ জাকির হোসেন,মোঃ জাকির মিয়া,সফিক মুন্সি, আতাহার হোসেন বকুলসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। দি  সিরাজ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সিরাজ মৃধা জানান, ইলেকট্রনিকস এর পন্যের মান এখন সারা বিশ্বে সমাদৃত।এ চিন্তা মাথায় রেখেই আমি এ পন্যের শো রুমটি দিয়েছি। এখানে খুচরা, পাইকারি ও কিস্তিতে যেকোন পণ্য বিক্রি করা হবে"। উদ্ভোধনী অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন, মোঃ ইউসুফ আকরাম।