সরাইল ॥ উৎসবমুখর পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা কালিকচ্ছ এলাকায় সনাতন ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কা...
কালিকচ্ছ কৃষ্ণ সেভা সংঘ এর উদ্যোগে আজ শুক্রবার বিকাল ৫টায় সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কৃষ্ণ মন্দিরের সামনে থেকে রথযাত্রা শুরু হয়। মন্দির থেকে কালিকচ্ছ সড়ক হয়ে সরাইল-নাসিরনগর লাখাই সড়কের মনিরবাগ শ্বশান থেকে ঘুরে কালিকচ্ছ বাজারের পূর্ব পাশে সন্তুুষ দেবের বাড়িতে আনা হয়।
এ উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এড, জিয়াউল হক মৃধা, ও অসংখ্য সনাতনধর্ম ভক্তরা। তারা দড়ি ধরে রথ টেনে নিয়ে যান। সনাতন ধর্ম মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর।
তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব হয়। আগামী ৯ জুলাই উল্টো রথের মধ্যে দিয়ে শেষ হবে রথযাত্রা উৎসব।