ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব। আজ সোমবার (৪ জুলাই) ভোর ৪টার দিকে...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৮৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব।আজ সোমবার (৪ জুলাই) ভোর ৪টার দিকে সরাইল কুট্টাপাড়া সিএনজি পাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আবু বক্কর সিদ্দিক ওরফে মঞ্জিল (২৫) ও মাসুদ রানা (১৯)।র্যাব জানায়, সরাইল থানাধীন কুট্টাপাড়ার সিএনজি ফিলিং স্টেশন এর সামনের ঢাকা-সিলেট মহাসড়ক অবস্থান নেয় র্যাব ভৈরবের একটি দল।
এ সময় ঢাকাগামী একটি ট্রাকে অভিযান চালানো হয়। এসময় ট্রাকের ভেতর থেকে ৮৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, আটককৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।