Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ জন। সোমবার (২৯ আগস্ট) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম পাড়া...


সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ জন।

সোমবার (২৯ আগস্ট) উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় সোহেল ও শাহজাহান মিয়ার গোষ্ঠীর মধ্যে জমির আইল কাটা নিয়ে  সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে প্রায় ২০জন আহত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নোয়াগাঁও পশ্চিম পাড়া এলাকার লাল মিয়ার ছেলে সোহেল (৩৫) তার বাড়ির পাশের জমির আইল কাটতে গেলে পার্শ্ববর্তী জায়গার মালিক ( জমাদার বাড়ির) রেনু মিয়ার ছেলে শাহজাহান মিয়ার লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে । এতে ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দু‘পক্ষের অন্তত ২০ জন আহত হয়। 

এই বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।