ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে সোমা আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর জুলন্ত লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ। বুধবার (৩১ জুলাই...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে সোমা আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর জুলন্ত লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ।
বুধবার (৩১ জুলাই) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দিঘীর পাড় এলাকার আলম মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইসলামাবাদ এলাকার মুসলিম মিয়ার ছেলে ফরহাদ মিয়া(৩৫) এর সাথে ৮ বছর আগে বিয়ে হয় একই এলাকার সোমা আক্তারের। বিয়ের পর থেকে ৭ বছর যাবৎ প্রবাসে রয়েছেন ফরহাদ মিয়া।
গত একমাস পূর্বে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দিঘির পাড় এলাকার আলম মিয়ার বাড়ির নিচ তলায় শশুর শাশুড়ি সহ ভাড়া থাকতো সোমা। আজ সকালে ঘুম থেকে উঠে শশুর শাশুড়ি দুজনেই দরজায় কড়া নারে। কোন সারা শব্দ না পেয়ে পরে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে দরজা ভেঙে গলায় ওড়না পেচানো অবস্থায় সোমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
সোমার শশুর মুসলিম মিয়া জানান, সোমা প্রতিদিনই তার চাচাতো ভাই আরেক প্রবাসী শরীফ মিয়ার সাথে মুঠোফোনে কথা বলতো। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে। সোমা প্রতিদিন ৮ টার পর দরজা আটকে ঘুমিয়ে পরে। তার কোন সন্তান ছিল না। আজ সকালে শরীফ মিয়া মুঠোফোনে সোমাকে চায়, সে সোমার কাছে ফোন দিতে বলে। পরে সকালে ঘুম থেকে উঠে সোমার দরজা বন্ধ পায় তিনি। পরে সারা শব্দ না পেয়ে পরে পুলিশে খবর দেয়া পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এই বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ মর্গে পাঠানো হবে, ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।