সরাইল আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি এডভোকেট নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম ও সাইফুল ইসলাম ঠাকুর রাব্বিকে ...
সভাপতি এডভোকেট নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম ও সাইফুল ইসলাম ঠাকুর রাব্বিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে ।
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ।
উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক মনির হোসেনের সঞ্চালনায়
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি । প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বিশেষ বক্তা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুজিবুর রহমান বাবুল,
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সংরক্ষিত নারী আসেন সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ প্রমুখ।
ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য দেন। পরে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সম্মেলনে আগামী তিন বছরের জন্য সভাপতি এডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ ও সাইফুল ইসলাম ঠাকুর রাব্বিকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।