Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

নাসিরনগর ত্রি-বার্ষিক সম্মেলন পছন্দের প্রার্থী সভাপতি না হওয়ায় আত্মহত্যার অভিযোগ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে "পছন্দের প্রার্থী সভাপতি না হওয়ায় আত্মহত্যার অভিযোগ পাওয়া...

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে "পছন্দের প্রার্থী সভাপতি না হওয়ায় আত্মহত্যার অভিযোগ পাওয়া যায়। নাসিরনগর উপজেলা সদরের জয়নগর পশ্চিম পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম নিকুঞ্জ দাস(৬৮)। 

গত ১৩ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের ত্রী-র্বাষিক সম্মেলনর কমিটি ঘোষণা করা হয়। সেখানে তার বাবার পছন্দের সভাপতি প্রার্থী ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রোমা আক্তার। নিকুঞ্জ দাস অসুস্থ ছিলেন। তাদের পরিবারের খোঁজ খবর রাখতেন রোমা আক্তার। তার বাবার  চিকিৎসা করানোর ব্যাবস্থা করার কথা দিয়েছিল রোমা আক্তার। 

ওইদিন কমিটিতে তাকে সভাপতি করা হয় নাই শুনে বিমর্ষ হয়ে যায় নিকুঞ্জ দাস । এই নিয়ে সারাক্ষণ শুধু চিন্তায় ছটফট করছেন। ১৪ সেপ্টেম্বর গভীররাত পর্যন্ত না ঘুমিয়ে কাটিয়েছে নিকুঞ্জ দাস । ছেলে নিকুঞ্জ দাস কে অনেক বুঝিয়েছে যা হবার হয়েছে এই নিয়ে চিন্তা করে লাভ নেই। তখন রাত আনুমানিক ৩টার দিকে সে তার বাবাকে ঘুমানোর কথা বলে পাশের কক্ষে ঘুমিয়ে পরে। ভোর বেলা তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখে গলায় চাদর পেচিয়ে ঘরের তীরের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। ময়নাতদন্ত শেষে নিকুঞ্জ দাসের সৎকার করা হয়। 

পার্শ্ববর্তী বাড়ির প্রাণ কৃষ্ণ দাস নামের এক লোক বলেন, নিকুঞ্জ দাস বাড়ির পাশের জগন্নাথ মন্দিরেই অনেক সময় বসে থাকতেন। উনি বলতো রোমা আক্তার একশতে একশ পাশ করবো, মনে হয় পাশ করে নাই শুইনা ক্ষোভে আত্মহত্যা করেছে। 

নিহতের ছেলে গোবিন্দ দাস বলেন , বাবা অসুস্থ ছিলেন। তাদের পরিবারের খোঁজ খবর রাখতেন রোমা আক্তার।  তার বাবার  চিকিৎসা করানোর ব্যাবস্থা করার কথা দিয়েছিল রোমা আক্তার। তিনি বলেছিলেন সম্মেলনের পরে সভাপতি হইলে তাকে নিজের গাড়িতে করে ঢাকা নিয়ে যাবেন চিকিৎসা করাতে। আর  যখন রোমা আক্তার  সভাপতি হতে পারে নাই অন্য আরেক জন সভাপতি হইছে শুনছে তার বাবা সম্ভবত সেই কষ্ট থেকে আত্মহত্যা করেছে। তিনি আরো বলেন, জন্মের পরে মাকে চোখে দেখি নাই এখন বাবাকে হারিয়ে আরো অসহায় হয়ে গেলাম। নিজেদের কোন জায়গা জমি নাই অন্যের বাড়িতে ঘর করে থাকি। নদীতে জাল ফেলে যা আয় হয় তা দিয়ে কোন রকম ভাবে চলে সংসার। 

উল্ল্যেখ্যঃ  গত ১৩সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অসীম পালকে সভাপতি ও লতিফ হোসেন কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।