সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সরাইলের নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে ভোট গ্...
সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনে সরাইলের নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলে ভোট গ্রহণের কাজ। সরাইল হচ্ছে জেলা পরিষদের ২ নম্বর ওয়ার্ড, এখানে ৯ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১২০টি।
নির্বাচনে প্রিজাইডিং এর দায়িত্ব পালন করেন শাকিল আহমেদ। সকাল থেকে কোন অপৃতিকর ঘটনা ছাড়াই সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে ভোট গ্রহণ।
এখানে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম এমএস সি পেয়েছেন ৬৯ ভোট, ওনার প্রতিদ্বন্দি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আল মামুন সরকার পেয়েছেন ৫০ ভোট। এই কেন্দ্রে ১৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে এগিয়ে আছেন শফিকুল ইসলাম ।
২ নং ওয়ার্ড(সরাইল)'র সদস্য পায়েল হোসেন মৃধা পেয়েছেন ৩৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৩৩ ভোট। বেসরকারি ভাবে পায়েল হোসেন মৃধা বিজয়ী হয়েছেন।
এছাড়াও মহিলা সদস্য বিউটি কানিজ ৪৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনার কলি পেয়েছেন ৩৩ ভোট, এই কেন্দ্রে বিউটি কানিজ বেসরকারি ভাবে এগিয়ে রয়েছেন।