এহসানুল হক রিপন, জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিল পুর ইউনিয়ন ভূমি অফিস চলে ব্যক্তিগত সহকারী দিয়ে। নায়েব তোফাজ্জল হোসেন...
এহসানুল হক রিপন, জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিল পুর ইউনিয়ন ভূমি অফিস চলে ব্যক্তিগত সহকারী দিয়ে। নায়েব তোফাজ্জল হোসেন'র বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ বিষযে জানতে চাইলে নায়েব তোফাজ্জলের ব্যক্তিগত সহকারী মহিলা বলেন, আমি কোন সরকারী নিয়োগ বা মাষ্টার রুলে নিয়োগ প্রাপ্ত নই, নায়েব সাহেব আমার আত্মীয় লাগে। সেই কারনে আমি এখানে চাকুরী করি। ইউনিয়ন ভূমি অফিসে খারিজ বাবদ সরকারি ফি ১১৫০ টাকা হলেও সাধারণ মানুষের অভিযোগ, মহিলার মাধ্যমে নায়েব তোফাজ্জল জায়গা খারিজ বাবদ ৫ থেকে ১০ হাজার টাকা নেয় সর্বনিম্ন । অনেক সময়ে কোন কাগজে ভুল দেখিয়ে লক্ষ টাকার উপরেও আদায় করে নেয়। তিনি নিয়মিত অফিসে আসেন না, বেশির ভাগ সময় ওনার কক্ষে তালা ঝুলানো থাকে। ব্রাহ্মণবাড়িয়া সদর এসিল্যান্ড বলেন, আমার জানামতে সুহিলপুর ভূমি অফিসে কোন মহিলা নেই। এই রকম অভিযোগ থাকলে নিশ্চয়ই আইনগত ব্যবস্থা নেয়া হবে। পতাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অফিস চলাকালীন সময়ে এভাবে সিঁড়ির মধ্যে পতাকা রাখা ঠিক হয়নি। সুহিলপুর এলাকার অনেকের দাবি সঠিক ভাবে তদন্ত করে তাকে যেন আইনের আওতায় আনা হয়। যে পতাকার জন্য ত্রিশ লক্ষ লোক শহীদ হয়েছে দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে লাল সবুজের এই পতাকা। বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দেশে পতাকা সিঁড়ির সাথে পড়ে আছে মানুষের পায়ের তলায় পদদলিত হয়, সেইটা হওয়া উচিত নয়।