সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমিনা বেগম (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রোববার রাত ৮টায় সরাইল হাসপাতালের কর্তব...
সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমিনা বেগম (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রোববার রাত ৮টায় সরাইল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সরাইল থানা ও স্থানীয় জনগন জানান, জমিনা বেগমের সাথে সরাইল উপজেলার দক্ষিন আরিফাইল গ্রামের ইমন মিয়ার সাথে গত দু‘বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এ থেকে গত রোববার রাতে জমিনা বেগম গলায় ওড়না পেছিয়ে আত্নহত্যা চেষ্টা করেন। শ্বশুর বাড়ির লোকজন গৃহবধুকে উদ্ধার করে সরাইল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নিহত জমিনার বাবা আলাল মিয়া সরাইল থানায় একটি মামলা করেছেন। মামলার ভিত্তিতে শ^াশুড়ি নাজমা বেগম কে আটক করা হয়েছে ।