Page Nav

HIDE

Grid

GRID_STYLE
Friday, May 2
শিরোনাম
latest

সরাইল বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ

মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাল্যবিবাহ প্রতিরোধ শপধ বাক্য পাঠ অনুষ্ঠিত। "বাল্যবিবাহকে না বলি সুখী সমৃদ্ধ সমাজ গড়ি' ...

মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বাল্যবিবাহ প্রতিরোধ শপধ বাক্য পাঠ অনুষ্ঠিত। "বাল্যবিবাহকে না বলি সুখী সমৃদ্ধ সমাজ গড়ি' এই শ্লোগান কে সামনে রেখে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম(পি ফর ডি) ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে এই সমাবেশ করা হয়।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সকালে সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও জেলা পলিসি ফোরামের সদস্য ও সরাইল প্রেসক্লাবের সম্পাদক মাহাবুব খান'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান।
সমাবেশে বক্তব্য রাখেন, ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম(পি ফর ডি)'র সভাপতি মোঃ আরজু, ডিপিএফ সদস্য এস এম শাহীন ডিপিএফ এর ভাইস চেয়ারম্যান এসি তাপসী রায়,সদস্য মোঃ আবু তাহের, ডিপিএফ এর সদস্য ও সরাইল প্রেসক্লাবের সভাপতি আইয়ুব খান, ব্রিটিশ কাউন্সিলের পিফরডি প্রকল্পের ডিএফ মোছা. খোদেজা বেগম।
আরো উপস্থিত ছিলেন, ডিপিএফ সদস্য নারায়ণ চক্রবর্তী ও মদিনা বেগম প্রমুখ।
পরে প্রধান অতিথি উপস্থিত সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহশ্রাধিক শিক্ষার্থীকে বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করান। বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী বাল্যবিয়েকে না বলেছে। লাল কার্ড দেখিয়েছে। শুধু নিজেরা নয়, পরিবারে আশেপাশে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করার ওয়াদাও করেছে শিক্ষার্থীরা।