Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

।। গুজব বড়ো আজব বিষয়।।

  সৈয়দ শাহ্উদ্দীন মকবুল  কে এসে বলে গেলো, কান ছিঁড়ে নিয়েছে চিলে।  কানের উপর দেয়নি হাত, সহজ উত্তর কি আর মিলে। ধায় ছুটে সে চিলের পিছে,  ব্যাপা...

 


সৈয়দ শাহ্উদ্দীন মকবুল 

কে এসে বলে গেলো,

কান ছিঁড়ে নিয়েছে চিলে। 

কানের উপর দেয়নি হাত,

সহজ উত্তর কি আর মিলে।


ধায় ছুটে সে চিলের পিছে, 

ব্যাপারটা যে আসলেই মিছে। 

সামনে পিছে বামে ডানে দৌড়,

এক সময়ে কাটে তার ঘোর।


কানের জায়গায় কান ছিল,

অযথাই সে ছুটে দৌড়াচ্ছিল।

হুজুগে চলা বাঙালী জাতি,

কান কথায় করে মাতামাতি। 


কান কথায় খুব বিশ্বাস করি, 

তার ভিত্তিতে নাজেহাল করি।

কপটতায় মোরা ধরি হাত,

কাজ করলে বলি যাবে জাত।


কাজের চেয়ে কথা বেশি,

পরের ক্ষতি করে হাসি।

কথার সাথে কাজের অমিল,

কাজ না করে দিই গোঁজামিল।