Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইলে ফয়সাল হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফয়সাল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিব...

মোহাম্মদ মাসুদ, সরাইল।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফয়সাল হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১৮ মে) সরাইল এলাকাবাসীর ব্যানারে হাসপাতাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা চত্তরে এসে মানববন্ধনে মিলিত হয়।

মানবন্ধনে নিহত ফয়সালের বাবা রাকিব মিয়া লিখিত বক্তব্য পাঠ করে শুনান। তিনি বলেন আমার ছেলে সরাইল কলেজের ছাত্র ছিলেন, সে তার মামার ব্যবসা দেখা শুনা করতো।

গত ১৪ এপ্রিল কালিকচ্ছের ধর্মতীর্থ ও সূর্যকান্দি এলাকার মানুষের মধ্যে সংঘর্ষের সময় ঘাতক দের গুলিতে আমার ছেলে মারা যায়। এই ঘটনায় ৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে। অদৃশ্য কারণে আসামিরা গ্রেফতার এড়িয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমি আগামী এক সপ্তাহের মধ্যে আসামীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। মানববন্ধনে এলাকার সহস্রাধিক মানুষ অংশ নেয়।

উল্লেখ্য:
গত ১৪ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা'র কালিকচ্ছ ইউনিয়নের দুই গ্রামের সংঘর্ষে নিহত  ফয়সালের বাবা মো. রাকিব মিয়া বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

গত ২৪ এপ্রিল সোমবার আদালতে দায়ের করা (জিআর-৭৭/২৩)  ওই মামলায় কালিকচ্ছ ইউপি  চেয়ারম্যান সায়েদ হোসেনসহ ২৮জনকে আসামি করা হয়েছে। এর আগে এই ঘটনায় নিহতের চাচা কুট্রাপাড়া গ্রামের মাফুজ মিয়া বাদী হয়ে গত ১৬ এপ্রিল রোববার কালিকচ্ছ ইউপি  চেয়ারম্যন ও জিহাদ দুইজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।

একই ঘটনায় প্রথমে নিহতের চাচা ও পরে পিতা বাদী হয়ে পরপর দুটি হত্যা মামলা দায়ের করেছে এই নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে ।

প্রত্যক্ষদর্শী ওসমান হারুনীসহ একাধিক ব্যক্তির বক্তব্যের ভিন্নতা দিনদিন স্পষ্ট হয়ে ওঠছে। ফয়সালকে কে বা কারা গুলি করেছে? কেন গুলি করেছে? গুলি নাকি ককটেল বিস্ফোরণের কারণে ফয়সাল খুন হয়েছে? পুরো বিষয়টি নিয়ে এখনো কাটছে না ধূম্রজাল। তবে চিকিৎসক বলছেন এ গুলি ছুড়রা গুলি।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক লোক বলছেন, ছোট এই ঘটনাটিকে রহস্যজনক কারণে বড় করেছে তৃতীয় একটি পক্ষ। কার সাথে কোন সময় তর্ক হয়েছে। উচ্চবাচ্য হয়েছে। বাক-বিতন্ডা হয়েছে। স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কথা কাটাকাটি হয়েছে। ছোটখাট ঘটনায় মামলা ছিল। এসব বিষয় মাথায় রেখে কৌশলে অনেক নিরপরাধ ও নিরীহ লোককে হত্যা মামলার আসামি করা হয়েছে। আল্লাহ এসব সহ্য করবেন না।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি)আসলাম হোসেন বলেন, নিহত ফয়সালের পিতার এ অভিযোগ সত্য নয়। আমরা ইতিমধ্যে ৩ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
একজন জামিনে আসছে বাকী দুইজন আসামী জেলহাজতে আছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।