Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

।। মানুষ যখন বন্য।। সৈয়দ শাহ্উদ্দীন মকবুল  তোমরা যখন হন্য, মানুষকে করো পণ্য।  পরিচয় দাও হীনমন্য, কীভাবে তোমরা ধন্য? বনের প্রাণী বন্য, শিকার...

।।মানুষ যখন বন্য।।


সৈয়দ শাহ্উদ্দীন মকবুল 

তোমরা যখন হন্য,
মানুষকে করো পণ্য। 
পরিচয় দাও হীনমন্য,
কীভাবে তোমরা ধন্য?

বনের প্রাণী বন্য,
শিকারে তারা হন্য।
কাজ করো জঘন্য, 
হবে কী স্বনামধন্য। 

তোমরা যাঁরা মানুষ গড়ো,
আবার যদি মন্দকাজ করো।
মন্দ কাজে নেই আফসোস!
বনের পশুর কী দোষ?

সেজে পোষাকী ভালো মানুষ,
মোরা কেতাবি শিক্ষা দিই।
মনুষ্যত্বের শিক্ষা বড়ো শিক্ষা, 
দিই যেনো সেই  দীক্ষা। 

শিক্ষা নিয়ে কী লাভ? 
যদি না থাকে সুশিক্ষা।
তার চেয়ে ঢেল ভালো, 
পথে যদি করি ভিক্ষা। 

অহিংস সমাজ যদি না গড়ি,
করো বিপদ দেখে সরে পড়ি।
ভেবো তুমি শ্বাপদমুক্ত পরি,
তোমার গলেও পড়বে দড়ি।

বিপদ মোদের হবে অত্যাসন্ন,
সঠিক পথ যদি না ফিরি,
যতোই নাচি ফিরি গাই গান,
ধোঁকায় তখন রাখবে শয়তান।