মোহাম্মদ মাসুদ, সরাইল।। ব্রাহ্মণবাড়ীয়ার সরাইলে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় রুই জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার ...
ব্রাহ্মণবাড়ীয়ার সরাইলে ২০২৩-২৪ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় রুই জাতীয় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট ) দুপুরে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অবমুক্তকরণ করা হয়।মাছের পোনা সরাইল থানা পুকুর ও আকাশী হাওয়ারে অবমুক্তকরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মওদুদ আহমদ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মুকসুদ হোসেন জানান, ২০২৩-২৪ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় ১ লক্ষ ২০ হাজার টাকায় প্রতি কেজি ৩৬০ টাকা দরে ৩৩৪ কেজি রুই মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।