মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচন কে কেন্দ্র করে আজ সরাইলে উপজেলায় প্রবেশ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতি...
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপনির্বাচন কে কেন্দ্র করে আজ সরাইলে উপজেলায় প্রবেশ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ টিংকু।
প্রথমে তিনি উনার প্রাণের সংগঠন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন। নির্বাচনী প্রচারণা খোজ খবর নেন।
পরে উনার নিজ ইউনিয়ন কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে উপস্থিত হয়ে আ'লীগের নেতাকর্মীদের মতবিনিময় করেন। এ সময় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বহুদিন পর আমরা নৌকা প্রতীক পেয়েছি। অবহেলিত সরাইল-আশুগঞ্জের উন্নয়ন স্বার্থে শাহজাহান আলম সাজু জয়যুক্ত করতে যার যার অবস্থা থেকে কাজ করতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে বিজয়ী করতে হলে সকলে মিলে মিশে পক্ষে নৌকার কাজ করতে হবে। আগামী ৫ তারিখ নৌকা মার্কা বিজয়ী করতে হবে।সভায় উপস্থিত ছিলেন কালীকচ্ছ ইউনিয়ন আ'লীগের সভাপতি মুজিবুর রহমান, সহসভাপতি জহিরুল হক, সাধারন সম্পাদক ইসমাইল খান, যুগ্ম সাধারন সম্পাদক আলী মিয়া, তকদির হোসেন, উপ-সাংগঠনিক সম্পাদক আবু শামীম মোহাম্মদ ছানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাতনেতা হোসেন মিয়া, কালীকচ্ছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সাজ্জাদ হোসেন টিটু, সাধারন সম্পাদক ইমতিয়াজ হোসেন, নোয়াগাও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক নাজমুল খান সহ আওয়ামী সহ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
প্রমুখ।