ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডোবা থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের ছোট দেও...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ডোবা থেকে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের ছোট দেওয়ান পাড়া এলাকা থেকে কন্যা নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
সরাইল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আ স ম আরিফুর রহমান জানান, ছোট দেওয়ান পাড়ায় একটি ভবনের পেছনে কচুরিপানাসহ ডোবায় ময়লা ফেলা হয়। এরমধ্যে একটি ব্যাগে কন্যা নবজাতকের মরদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে নবজাতকটির রবিবারই জন্ম হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।