ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সারাদেশের মতো জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় (২মার্চ) বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশে সরাইল...
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সারাদেশের মতো জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
সহকারী কমিশনার (ভুমি) নাসরিন সুলতানার নেতৃত্তে উপজেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন রাস্তা সমুহ প্রদক্ষিণ ও শ্লোগান সহ পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।
উক্ত অনুষ্ঠানে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,স্কাউট,রোভার স্কাউট, উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, এনজি কর্মকর্তা,সরকারি বেসরকারি দফতরের কর্মকর্তা,সরাইল প্রেসক্লাবের সভাপতি, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ, গন্যমান্যব্যক্তিবর্গ ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।