Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইল প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র  মাহে রমজানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে'র আয়োজন করা হয়। এতে জনপ্রতিনিধি, রাজনৈ...

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে'র আয়োজন করা হয়।

এতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,
প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, জেলা উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় সরাইল জেলা পরিষদ ডাক বাংলোয় সরাইল প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক দুই সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য
সচিব অধ্যক্ষ ড. মোঃ শাহজাহান আলম সাজু, সংরক্ষিত নারী আসনে সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ), বাংলাদেশ আইন সমিতি'র সাবেক সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারি, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, সরাইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা পীরজাদা আফজালুর রহমান, বাচসাসের সাবেক সভাপতি খন্দকার রফিকুজ্জমান, মাছরাঙা টিভির বার্তা সম্পাদক শাহ মোঃ মোতাসিম বিল্লাহ,
দৈনিক প্রভাত নির্বাহী সম্পাদক মোস্তাফিজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, দৈনিক প্রথম আলো সরাইল প্রতিনিধি ও প্রেসক্লাবে'র সাবেক সভাপতি বদর উদ্দিন বদু, অ্যাডভোকেট আবদুর রাশেদ, এ্যাডভোকেট তানবীর হোসেন, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ রকিবুল হাসান, সরাইল থানার অফিসার ইনচার্জ এমরানুল ইসলাম প্রমুখ। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অ্যাডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক,
নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত চক্রবর্তী, সরাইল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক দৈনিক প্রভাত প্রতিনিধি আবেদুর আর শাহীন, সকালের সময় প্রতিনিধি শরীফ উদ্দিন, আমাদের সময় প্রতিনিধি আলমগীর, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মোঃ রিমন খান, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক তাসলিম উদ্দিন,  দৈনিক জনতা প্রতিনিধি রাকিব,সরাইল প্রেসক্লাবে আজীবন সদস্য ও দৈনিক ফ্রন্টিয়ার সম্পাদক আব্দুল মালেক, আওয়ামীলীগ নেতা মাহফুজ আলী, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, 

সরাইল প্রেসক্লাবের সহ-সভাপতি  সৈয়দ কামরুজ্জামান ইউসুফ (দৈনিক সংবাদ) সহ-সভাপতি মো: সামছুল আরেফিন ( দৈনিক প্রভাত), যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি শেখ মো: ইব্রাহিম, অর্থ সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত সরাইল প্রতিনিধি মোহাম্মদ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক দৈনিক খবর ও বিজয় টিভির প্রতিনিধি মোহাম্মদ মাসুদ, দপ্তর সম্পাদক ও দৈনিক যুগান্তর সরাইল প্রতিনিধি মো: মুরাদ খান, সাহিত্য ও পাঠাগার সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার সরাইল প্রতিনিধি মো: জহিরুল ইসলাম রিপণসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরাইল বাজারে শাহী জামে মসজিদের ইমাম আমানউল্লাহ আমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরাইল প্রেসক্লাবে'র সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফসির।