Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইল"নোয়াব হোসেন ফাউন্ডেশনের" শুভ উদ্বোধন

   সরাইল।  ব্রাহ্মণবাড়িয়া'র সরাইলে সামাজিক উন্নয়ন মূলক কাজ করার জন্য "নোয়াব হোসেন ফাউন্ডেশন" শুভ উদ্বোধন করা হয়। আজ সকাল ১০টা...

 



 সরাইল।  ব্রাহ্মণবাড়িয়া'র সরাইলে সামাজিক উন্নয়ন মূলক কাজ করার জন্য "নোয়াব হোসেন ফাউন্ডেশন" শুভ উদ্বোধন করা হয়।

আজ সকাল ১০টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় ফাউন্ডেশনের অফিস কার্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মো. ইমাম হোসেন (হাসান মাষ্টার) এর সভাপতিত্বে প্রধান অতিথি আইন মন্ত্রনালের যুগ্গ সচিব মো. শাহিনুর ইসলাম ফারুক "নোয়াব হোসেন ফাউন্ডেশন'র শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো, মাইনুদ্দিন।

অনুষ্ঠান পরিচালনা করেন মো,জিল্লুর রহমান,  প্রথমেই নোয়াব হোসেন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা এ বি এম মোয়াজ্জেম স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা মো, হুমায়ুন কবির, আওয়ামীলীগ নেতা মো. তকদির হোসেন,  মো. আলী মিয়া, সাংবাদিক মোহাম্মদ. মাসুদ, মো, চেরাগ আলী, মো, তফাজ্জল হোসেন, মো, এলেম মিয়া ।

আজ "নোয়াব হোসেন ফাউন্ডেশন " এর একটি আহবায়ক কমিটি করা হয়েছে,  এতে আহবায়ক করা হয়েছে এবিএম মোয়াজ্জেম হোসেন ও যুগ্ন-আহবায়ক করা হয় মো. জিল্লুর রহমান কে। অনুষ্ঠান শেষে দোয়া করা হয়।