ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল)সকাল ৮ টায় সরাইল কুট্টাপাড়া (বাঙালপাড়া) শেখ রাসেল স্টেড...
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে।
আজ শনিবার (২৭ এপ্রিল)সকাল ৮ টায় সরাইল কুট্টাপাড়া (বাঙালপাড়া) শেখ রাসেল স্টেডিয়াম খেলার মাঠে দেশে চলমান তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় রহমতের বৃষ্টির জন্য সালাতুল ইসতেখার নামাজ আদায় ও আল্লাহর কাছে দোয়া করা হয়েছে।
নামাজে ঈমামতি করেন সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের খতিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আল হুদা।
নামাজে উপস্থিত ছিলেন সরাইল বাজার জামে মসজিদের পেশ ইমাম আমান উল্লাহ, সাবেক চেয়ারম্যান মো হুমায়ুন কবির, মাওলানা মো. জুবায়েত আহমেদ, মুক্তিযোদ্ধা আব্দুর রাশেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নোমান মিয়া, ঈদগাহ কমিটির সভাপতি মাওলানা কুতুব উদ্দিন।
নামাজ শেষে আল্লাহর কাছে তীব্র তাপদাহ থেকে মুক্তির আশায় রহমতের বৃষ্টির জন্য দোয়া করা হয়েছে।
সরাইল সদর উপজেলা'র কুট্রাপাড়া এলাকার আনসারিয়া ঈদগাহ কমিটির উদ্যোগ এ নামাজের আয়োজন করা হয়।