Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

মা-বাবার ঝগড়া থামাতে সরাইল থানায় - শিশু সিয়াম

  সরাইল। নিয়মিত সিয়ামে'র মা-বাবার মধ্যে ঝগড়া লেগেই থাকে । ছয় বছরের শিশু সিয়াম নিজে চেষ্টা করেও তার মা-বাবা'র ঝগড়া থামাতে পারে না। সি...

 

সরাইল। নিয়মিত সিয়ামে'র মা-বাবার মধ্যে ঝগড়া লেগেই থাকে । ছয় বছরের শিশু সিয়াম নিজে চেষ্টা করেও তার মা-বাবা'র ঝগড়া থামাতে পারে না। সিয়ামের চোখের সামনেই মাদকাসক্ত বাবা প্রায়ই তার মাকে মারধর করেন। এসব বিষয় সয়তে না পেরে থানায় হাজির সিয়াম।


খুঁজে বের করে থানার অফিসার ইনচার্জকে (ওসি)। তাকে চেয়ারে বসিয়ে অভিযোগ শোনেন ওসি।

এরপর সিয়ামকে নিয়ে তাদের বাড়িতে যায় পুলিশ।

ডেকে আনে তার বাবাকে। তাৎক্ষণিক মা-বাবাকে আর কখনো ঝগড়া না করার অঙ্গীকার করায়। এতে আনন্দিত সিয়াম পুলিশকে বেশ হাসিমুখে বিদায় দেয়।

ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর উপজেলার 
প্রাত:বাজার এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে সিয়াম।

আজ রবিবার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে সরাইল থানায় উপস্থিত হয়ে এ কথা বলেন।

থানায় বসেই তার কথা শোনে ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম। শিশু সিয়াম তার মা-বাবার প্রতি অভিযোগ আনার পাশাপাশি এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে পুলিশের সহযোগিতা কামনা করে।
বিষয়টি সমাধানে এসআই জয়নাল আবেদীন, এএসআই সাইফুল ইসলাম তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিয়ে তার বাড়িতে যান।

ডেকে পাঠান তার বাবাকে। একই সঙ্গে বাড়িতে থাকা তার মাকেও থাকতে বলেন। পরে সিয়ামের উপস্থিতিতে মা-বাবাকে আর ঝগড়া না করার অঙ্গীকার করানো হয়।

মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুরে হঠাৎ করেই শিশুটি এসে থানায় হাজির হয়। সে তার মা-বাবার প্রতি বিরক্তি প্রকাশ ও নানা অভিযোগ করে। তার কথা শুনে পুলিশ পাঠিয়ে বিষয়টি মীমাংসা করে দেওয়া হয়। সিয়ামের মা-বাবা জানিয়েছেন, তার আর কখনো ঝগড়া করবেন না।