Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Classic Header

{fbt_classic_header}

Popular Posts

শিরোনাম

latest

সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে'র বেসরকারি ফলাফল

    দেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ। আজ (৮মে) বুধবার সকাল ৮ টা থেকে ভোট গ্...

  


দেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ।

আজ (৮মে) বুধবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহন অনুষ্টিত হয়। সরাইল উপজেলায় ৮১ টি ভোট কেন্দ্র রয়েছে। এ উপজেলায় নারী-পুরুষ প্রায় ২ লক্ষ ৭০ হাজার ৬শত ভোটার রয়েছন।
বেসকারি ভাবে ফলাফল জানিয়েছেন সরাইল  উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এদিকে চেয়ারম্যান পদপ্রার্থী স্বতন্ত্র মোঃ শের আলম মিয়া (মোটরসাইকেল মার্কা) ৪৯ হাজার ৩০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ রফিক উদ্দিন ঠাকুর (ঘোড়া) পেয়েছেন ২৮ হাজার ৯৪৪ ভোট।

এছাড়া হানিফ আহমেদ সবুজ (তালা) প্রতীকে ৩৫ হাজার ৮০৭ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসেন মিয়া ( টিউবওয়েল) ২৮ হাজার ৮৫২ ভোট পেয়েছেন।

৩১ হাজার ১৮৬ ( হাঁস ) ভোট পেয়ে রোকেয়া বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবেদা বেগম (ফুটবল) পেয়েছেন ২৩ হাজার ৯৬৮ ভোট।

এ বিষয়ে রাত সাড়ে ১০টায়  ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।